বিদায় ২০২২। স্বাগত নতুন বছর ২০২৩। বর্ণিল সব আয়োজনে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিচ্ছে বিভিন্ন দেশ। ২০২৩ সালকে প্রথমে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতি। তার ১ ঘণ্টা পরেই চোখ জুড়ানো আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ড।
অস্ট্রেলিয়ার সিডনিতেও এর পরে বরণ করা হয় নতুন বছরকে। হারবার ব্রিজ ও অপেরা হাউজ এলাকায় হয় প্রখ্যাত আতশবাজি প্রদর্শনী। পাঠকদের জন্য বর্ষবরণের কয়েকটি খণ্ডচিত্র তুলে ধরা হলো।
সূত্রঃ ঢাকা বাংলা
Aninda, Sub-Editor