বিদায় ২০২২। স্বাগত নতুন বছর ২০২৩। বর্ণিল সব আয়োজনে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিচ্ছে বিভিন্ন দেশ। ২০২৩ সালকে প্রথমে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতি। তার ১ ঘণ্টা পরেই চোখ জুড়ানো আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়ার সিডনিতেও এর পরে বরণ করা হয় নতুন বছরকে। হারবার ব্রিজ ও অপেরা হাউজ এলাকায় হয় প্রখ্যাত আতশবাজি প্রদর্শনী। পাঠকদের জন্য বর্ষবরণের কয়েকটি খণ্ডচিত্র তুলে ধরা হলো।

নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ডের সেন্ট্রাল অকল্যান্ডের স্কাই টাওয়ারে আতশবাজি ফুটিয়ে উদযাপন করা হয়। ছবি: সংগৃহীত

 

সিডনিতে নববর্ষবরণে জড়ো হওয়া নৌকা। ছবি: সংগৃহীত

 

নতুন বছর শুরু হতেই জ্বলে ওঠে সিডনির প্রখ্যাত হারবার ব্রিজ। ছবি: সংগৃহীত

 

সিডনি অপেরা হাউজ ও হারবার ব্রিজ এলাকায় আতশবাজিতে আকাশ আলোকিত করে নতুন বছরকে বরণ। ছবি: সংগৃহীত

 

সূত্রঃ ঢাকা বাংলা