রাজধানীতে আজ সোমবার (১৪ আগস্ট) রাত আটটা ৪৯ মিনিটের দিকে ৫ দশমিক ২ মাত্রার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার ও ভূটানে অনুভূত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। তারা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার কানাইঘাট থেকে ৭ কিলোমিটার দূরে। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী জহিরুল ইসলাম বলেন, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামের দিকে। এর সুনির্দিষ্ট স্থান এখনো জানা যায়নি। তবে তা জানতে কাজ চলছে।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

সিলেট, গাজীপুর, মৌলভীবাজার, কুমিল্লা, কুড়িগ্রাম, চট্টগ্রাম, ময়মনসিংহ থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর এসেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর আসেনি।

সূত্রঃ ভোরের কাগজ