দূষিত তেলাপিয়া মাছ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক নারী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঘটেছে এ ঘটনা।প্রাণঘাতী ব্যাকটেরিয়ায় সংক্রমনিত এক তেলাপিয়া মাছ খেয়ে ওই নারী তার চার অঙ্গ হারিয়েছেন। খবর ডেইলি মেইলের।

ভুক্তভোগী ওই নারীর নাম লরা বারাজাস (৪০)। গত বৃহস্পতিবার তার জীবন রক্ষায় সার্জারি হয়েছে। এর আগে তিনি প্রায় এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। প্রাণে বাঁচার জন্য হাসপাতালে লড়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, লরা ছয় বছর বয়সী এক ছেলের মা। গত বছরের জুলাইয়ের শেষের দিকে তিনি স্থানীয় এক বাজার থেকে একটি তেলাপিয়া মাছ কিনে আনেন। এরপর তা নিজে রান্না করেন এবং সন্তানকে নিয়ে খান। এতে তার সন্তানও অসুস্থ হয়ে পড়েছিল।

লরার বন্ধু আন্না মেসিনা এক সংবাদমাধ্যমে বলেছেন, এটা আমাদের জন্য অনেক বেদনাদায়ক। এটা ভয়ানক। এটা আমাদের সঙ্গেও হতে পারত। তিনি প্রায় মরতে বসছিলেন।

মেসিনা আরো বলেছেন, তার আঙ্গুল ও পা কালো হয়েছে যায়, তার ঠোঁটের নিচের অংশও কালো হয়ে যায়। তার কিডনিও ফেইল করে। তিনি জানান, লরা ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়ায় সংক্রমিত হন। প্রাণঘাতী এ ব্যাকটেরিয়া কাঁচা সামুদ্রিক খাবার এবং সমুদ্রের পানিতে পাওয়া যায়।

মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ নাতাশা স্পোটিসউড ক্রনকে বলেন, আপনি এই ব্যাকটেরিয়ায় সঙ্গে সংক্রমিত কিছু খেলে বা আপনার শরীরের কাটা জায়গা বা ট্যাটু করা স্থানের সংস্পর্শে এলে সংক্রমিত হতে পারেন।

সূত্রঃ ইত্তেফাক