Select Page

তীব্র দাবদাহ: দুপুর ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

তীব্র দাবদাহ: দুপুর ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

দেশজুড়ে বইছে তীব্র দাবদাহ। এর মধ্যেই দেশের উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২১ এপ্রিল) নদীবন্দগুলোর জন্য সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রবিবার (২১ এপ্রিল) বেলা ১টার মধ্যে সিলেটের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রায়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

উল্লেখ্য, সারাদেশে সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে-দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে। তবে সারাদেশে হিট আল্যার্ট জারি থাকলেও কিছু স্থানে বৃষ্টি হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে।

সূত্রঃ ভোরের কাগজ

About The Author