ঢাকার রাস্তায় খোলা জিপে ঘুরে বেড়াচ্ছেন তুর্কির জনপ্রিয় সিরিয়াল ‘কুরুলুস উসমান’র নায়ক বুরাক অ্যাজিভিট। এ সময় ভক্ত ও দর্শকদের সঙ্গে হাতে নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
রবিবার (২৬ মে) একটি ভিডিওতে দেখা যায় বুরাক রাজধানীর গুলশানের একটি রাস্তায় খোলা জিপে ঘুরছেন। তার চারপাশে ভক্তদের ভিড়। তার গাড়ির চারপাশ ধরে হাঁটছেন ভক্ত-শুভাকাঙ্খীরা। এ সময় তাকে হাত নাড়তে দেখা যায়। পছন্দের এ নায়ককে দেখতে অনেকে বিভিন্ন বাসার ছাদেও ওঠেন।
এর আগে, শুক্রবার (২৪ মে) ঢাকায় পৌঁছান তিনি। শীর্ষস্থানীয় কনজিউমার ডিউরেবলস কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণেই ঢাকা এসেছেন তুরস্কের এ সুপারস্টার।
অভিনেতা হিসেবে বুরাক শুধু তুরস্কেই জনপ্রিয় নন। উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন তিনি। ঢাকায় রয়েছে তার অনেক ভক্ত। তার জনপ্রিয়তার কারণে সোশ্যাল মিডিয়ায় বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ তাকে অনুসরণ করেন।
সূত্রঃ ইত্তেফাক