সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তরার রাজলক্ষী ও বিএনএস সেন্টার হতে জসিমউদ্দিন হয়ে মুগ্ধ মঞ্চে মশাল মিছিল করেছে ছাত্র- জনতা।

আজ বুধবার (২৩ শে অক্টোবর) সন্ধ্যাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বৃহত্তর উত্তরার আয়োজনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন।

ছাত্রলীগ নিষিদ্ধের

এ সময় আকাশ, এহসান সাদি, এ এইচ এম নোমান রেজা, হিমেল, জুবায়ের, মাহতাব খান বাঁধন, ফরহাদ সোহেল, রফিকুল ইসলাম আইনি, ইলমা খন্দকার এ্যানি, আদিনা, সাগর হাওলাদার, ফয়সাল, সামিওল, নাহিদের নেতৃত্বে উত্তরার স্কুল কলেজের শত শত শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ মশাল হাতে নিয়ে স্লোগান দিতে দিতে বলেন, ছাত্রলীগ নামে সন্ত্রাসী সংগঠনকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক।

ছাত্রলীগ

এসময় ছাত্রলীগের দ্বারা সংগঠিত সকল হত্যা, গুম, চাঁদাবাজি-সহ সকল অনৈতিক কার্যক্রমের সুষ্ঠু বিচারের দাবি তারা জানান। উত্তরার প্রতিনিধি নোমান রেজার এক সাক্ষাতে উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস এর নিকট এই দাবি জানান যে, স্বৈরাচারী আওয়ামী লীগের তিন তিন বার অবৈধ সরকারের প্রধান শেখ হাসিনা-সহ নেতা ও নেতৃবৃন্দ যারা বিগত বছরগুলোতে নিরীহ মানুষের উপর অত্যাচার, জুলুম, গুম, হত্যা, চাঁদাবাজির সঠিক বিচার  এবং জুলাই অভ্যুত্থানে নিহত শহিদদের ও আহতদের ন্যায্য বিচার দাবি করেন।

এসময় তিনি উত্তরার পুলিশ এবং সেনাবাহিনীকে নিরাপত্তা প্রদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সূত্র : সকালের খবর