চলো ভিজি
—————-

সুলতানা নাসরিন জাহান রুনা

চলো ঝুম বৃষ্টিতে ভিজে ধুয়ে ফেলি সব অভিমান।
ভুলে যাই বুকের জমানো কষ্ট।
বৃষ্টির ঝাপটায় ধুয়ে নেই কান্না গুলো।

এই বরষায় উড়িয়ে দেই চলো
বেদনার সব জমানো ধুলো।
চলো দু’জন খুব করে ভিজি এই বৃষ্টিতে।

ভেজা গন্ধে ডুবে যাই চলো হারানো স্মৃতিতে।।
যাবে বলো আমার সাথে হে উদাসী যুবক!?
ভেজা কদমের ভালোবাসা দেবো এক বুক!