নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় আগুন নেভাতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি।

এতে ফায়ার সার্ভিসের গাড়িচালক ও একজন পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। চিকিৎসার জন্য তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সকাল ১০টা ৫১ মিনিটের দিকে চাষাঢ়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের প্রধান কর্মকর্তা শাহজাদী সুলতানা।

নিহত গাড়িচালকের নাম জাহাঙ্গীর আলম। তিনি হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক। অন্যজনের পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, আগুন নেভাতে যাওয়ার পথে চাষাঢ়ায় সান্ত্বনা মার্কেটের সামনে পৌঁছালে ফায়ার সার্ভিসের গাড়িচালক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকারসহ অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বাসচাপায় একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান।

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ