রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৯টা ২০ মিনিটে আগুনের বিষয়টি জানায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।

অধিদফতরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, গুলিস্তান টোল প্লাজার পাশে দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে জানা যায়নি। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্রঃ নয়াদিগন্ত