নয় বছর বয়সেই যার সংগীতে হাতে খড়ি, যার কন্ঠে ওয়েষ্টার্ন ধাঁচের গান জাদু ছড়ায়। স্টেজে যার গিটার ও সূরের মূর্ছনায় শ্রোতাদের হৃদয় ছুঁয়ে দেয়, সে গানের জাদুকর  “তানভীর সালেহীন রোমেল”।

গানের জাদুকর “তানভীর সালেহীন রোমেল” ঢাকার বাসিন্দা। বন্ধুমহলে যাকে “রকস্টার” নামে বেশ পরিচিত। রোমেলের কন্ঠে বাংলা কিংবা ইংরেজী গান দুটোই শ্রোতাদের বিমোহিত করে।

আগামী ১৭ আগষ্ট সন্ধ্যা ৭টায় রোমেল এর নতুন মিউজিক ভিডিও আসছে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল “TanvirSaleheenRomel” চ্যানেলে।

সংগীত জীবনের শুরু

তানভীর সালেহীন রোমেল’র জন্ম ও শৈশব কেটেছে ঢাকার মালিবাগে। বাবা-মা দুজনই চাকুরীজীবী ছিলেন। একটাই ছোট বোন । শিশু একাডেমীতে ৩ মাস গান শেখা দিয়ে শুরু করেন, তখন তিনি ৫ম শেনীর ছাত্র। কিন্তু কিছুদিন শেখার পরেই বিরতি পরে গান শেখায়। ৭ম শ্রেনীতে ওঠার পর রোমেল বুলবুল ললিত কলা একাডেমীতে ৬ মাস হাওয়াইয়ান শিখেছে। সবশেষে ৯ম শ্রেনীতে উঠে স্প্যানিশ গিটার শেখার মধ্য দিয়েই তার প্রকৃত ওয়েস্টার্ন ব্যান্ডের গানের প্রেমে পড়ে যাওয়া এবং প্রকৃত সংগীতের শুরুটা বলতে গেলে এই সময় থেকেই।

রোমেল এর বাবা-মা গান শুনতে পছন্দ করতেন তাই ছোটবেলায় তার বাসায় মান্না দে, হেমন্ত, সতীনাথ, চিত্রা সিং, আরতি মুখার্জী এর গান বাজতো। এছাড়াও তার বাবা দেশের বাইরে গেলে গান পাগল ছেলের জন্য led zeppelin, Elvis Presley, Beatles, Black Sabbath এসব ওয়েস্টার্ন ব্যান্ডের ক্যাসেট নিয়ে আসতো। এভাবেই রোমেল ইস্টার্ন এবং ওয়েস্টার্ন গান শুনতে শুনতে আজ সে একজন প্রকৃত শিল্পী।

গানের জাদুকর তানভীর সালেহীন রোমেল

তানভীর সালেহীন রোমেল

মাত্র ১৫ বছর বয়সে রোমেল গিটার হাতে তুলে নেন এবং ১৯৯৭ সালে লীড ভোকাল ও গিটারিস্ট হিসেবে “DEZZEL” ব্যান্ডে যোগ দেন। সে বছর এই ব্যান্ডের হয়ে রেকর্ড সংখ্যক লাইভ শো করেন। ১৯৯৮ সালের শুরুতে তিনি ‘Fate n Shriek’ নামে একটি ব্যান্ডে যোগ দেন যেখানে আরও ছিলেন মার্শাল, তোফা, ইউনুস এবং হিমেল। কিন্তু ৩ মাস পরই সেই ব্যান্ড গ্রুপ ভেঙ্গে যায়। পরবর্তীতে তিনি নিজের ব্যান্ড গ্রুপ শুরু করার জন্য প্রতিভাবান মিউজিশিয়ান খুঁজতে থাকেন এবং ১৯৯৮ সালে তিনি ‘Fusion’ নামে ব্যান্ড গ্রুপ দাড় করান। ‘Fusion’ ব্যান্ডের লাইন আপে ছিলেন- রোমেল ( লীড ভোকাল ও গিটারিস্ট), শাকিল (লীড গিটারিস্ট), মিন্টু (কিবোর্ডিস্ট), রিংকু (ড্রামস) এবং বাদল (বেজিস্ট)।

টানা চার মাস কঠিন অনুশীলনের পর ‘Fusion’ ব্যান্ড লাইভ শো শুরু করে এবং সারাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে তাদের গান ও চমৎকার পারফরমেন্স। এর পর ব্যান্ড সদস্যদের পড়াশুনা, বিদেশ চলে যাওয়া ও ব্যাক্তিগত কারণে ২০০৩ সালে ‘Fusion’ ব্যান্ড থমকে যায়। কিন্তু রোমেল থেমে থাকেননি।

২০০৫ সালে রোমেল জনপ্রিয় “মনিটর” ব্যান্ড গ্রুপে যোগ দেন এবং লীড গিটারিস্ট হিসেবে ১ বছর অনেক শো করেছেন। এরপর শিক্ষাজীবনে এমবিএ শেষ করে জীবনের তাগিদে একটি মাল্টিন্যাশনাল টেলিকমিউনিকেশন কোম্পানীতে কর্মজীবন শুরু করেন।

২০০৭ সালে রোমেল জনপ্রিয় সংগীত শিল্পী দিলশাদ নাহার কনা’র সাথে ডুয়েট অ্যালবাম “রং করা পুতুল” এর মাধ্যমে তার একক শিল্পী হিসেবে সংগীত জগতে যাত্রা শুরু করেন এবং ২০০৮ সালে আবারো তার ‘Fusion’ ব্যান্ড নিয়ে লাইভ শো শুরু করে।

২০১১ সালে রোমেল সংগীত শিল্পীর পাশাপাশি মিউজিক কম্পোজার হিসেবে আত্মপ্রকাশ করে আরো এক ধাপ এগিয়ে নেন নিজেকে। এখন পর্যন্ত রোমেল ১৩টি একক গান করেছেন যার মধ্যে তার নিজের কথা, সূর ও কম্পোজ করা বেশ কিছু গান রয়েছে। আর স্টেজ কনসার্ট বা লাইভ শো কয়েক হাজার ছাড়িয়ে গিয়েছে, শক্ত অবস্থান তৈরী করে নিয়েছেন শ্রোতাদের মনে। এবছর আরো ৩টা গান রিলিজ হবে।

রোমেল এর সাথে একান্ত আলাপনে –

  • সেকাল আর একালের গান নিয়ে কি বলবেন?

রোমেলঃ অবশ্যই তখনকার গান বেশ ভালো ছিলো, তবে বর্তমানে অনেকেই ভালো ভালো গান তৈরী করছেন।

  • ব্যান্ড সংগীতকে তুলে ধরতে করণীয় কি?

রোমেলঃ ব্যান্ড গ্রুপ গুলোকে পারফর্ম করার জন্য বড় বড় ওপেন এয়ার কনসার্ট এবং পারফরম্যান্স প্লাটফর্মের ব্যবস্থা করতে হবে।

  • ব্যান্ড সংগীত জগতে আপনার অনুপ্রেরণা কারা বা কে?

রোমেলঃ দেশের ভেতর ব্যান্ড অনুপ্রেরণায় LRB, Miles, Azam Khan, এবং দেশের বাইরের ব্যান্ড scorpions, Black Sabbath, Skid Row. গিটারের অনুপ্রেরণায় guitarist Joe Satriani.

রকস্টার তানভীর সালেহীন রোমেল
তানভীর সালেহীন রোমেল
  • নিজের করা কোন গানটি আপনার বেশী পছন্দের?

রোমেলঃ নিজের অনেক গান পছন্দের তালিকায় থাকলেও আপকামিং সং “এ শহর” আমার প্রিয় একটা গান।

  • “এ শহর” নিয়ে কিছু বলুন-
রোমেলঃ আগস্ট মাসের ১৭ তারিখ সন্ধ্যা সাতটায় আমার ইউটিউব চ্যানেল থেকে আমার মিউজিক কম্পোজিশনে এবং জামি এর কথা ও সুরে আমার নতুন গান ”এ শহর” এর মিউজিক ভিডিও রিলিজ হবে। সফ্ট রক এই গানটির রেকর্ডিং এবং মিক্স ও মাস্টারিং আমার নিজের স্টুডিওতেই করেছি। ঢাকার বাইরের খুব সুন্দর কয়েকটি লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিও ডিরেকশনে কাজ করেছে তরুণ নির্মাতা অনিক খান। চলতি বছরের শেষের দিকে আমার আরো দুটি মিউজিক ভিডিও রিলিজ পাবে।
  • শ্রোতাদের উদ্দেশ্যে –

রোমেলঃ শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলব আপনারা সবসময় ভালো গান শুনবেন এবং ভালো গান কে সাপোর্ট ও শেয়ার করে বাংলা গানকে আরো সমৃদ্ধশালী করতে সহযোগীতা করুন।

আগামী ১৭ ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ৭টায় তানভীর সালেহীন রোমেল এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তার নতুন গান “এ শহর” এর মিউজিক ভিডিও রিলিজ হবে। তার নিজের নামেই রয়েছে তার চ্যানেলটি। তার চ্যানেলের নাম – “TanvirSaleheenRomel”