মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে কয়েকশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেলা সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলায় গাছপালা উপড়ে গেছে, বিভিন্ন স্থানে খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে বিভিন্ন এলাকা।

ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ অভ্যন্তরীণ অনেক সড়কে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় ও গাছ উপড়ে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জে ঝড়ে রেল লাইনের উপর গাছ পড়ে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শুরু হয় এই ঝড়। এ

শ্রীমঙ্গলের আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ৮৯ কিলোমিটার। ঝড়ের পিক টাইমের স্থায়িত্ব ছিল প্রায় ছয় মিনিট।

শ্রীমঙ্গল কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মা বলেন, ‘হঠাৎ কালবৈশাখী ঝড় ও অল্প শিলাবৃষ্টি হয়েছে। আমরা মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করে বলতে পারব কৃষির কেমন ক্ষতি হয়েছে।’

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ঝড়ে সিলেট-শ্রীমঙ্গলের মাঝে রেললাইনের উপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বিকেল থেকে সারাদেশের সাথে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্টেশন মাস্টার জানান, শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তীকা এক্সপ্রেস ৫টা ২০ মিনিট থেকে আটকে আছে। ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ভানুগাছ রেলওয়ে স্টেশনে ৫টা ৩৭ মিনিটে আটকা পড়েছে। গাছ অপসারণের কাজ চলছে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।