বিএনপির ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানা আয়োজিত কর্মীসভা ও  রাষ্ট্রমেরামতের  ৩১ দফা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত।

আজ ৯মার্চ ২০২৫ কাফরুল থানা, বিএনপি কর্তৃক আয়োজিত ঢাকা মহানগর উত্তর বিএনপি’র থানা সমূহের কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালায় কাফরুল থানাধীন বিভিন্ন নেতাকর্মীদের উপস্থিতিতে সফলভাবে অনুষ্ঠিত হয়।

দুপুর থেকেই রাজধানীর ইব্রাহীমপুরে অবস্থিত দারুল উলূম মাদ্রাসা সংলগ্ন মাঠ এই আয়োজনকে ঘিরে মিছিলে মুখর হয়ে উঠে, বিভিন্ন ওয়ার্ডের নেতা নেতৃবৃন্দ সমূহ মিছিল নিয়ে উপস্থিত হয়।

এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমিনুল হক, আহবায়ক, ঢাকা মহানগর উত্তর, বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তারিকুল আলম তেনজিং, সদস্য (দপ্তরে সংযুক্ত), জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। এবং মামুন হাসান,সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন-আশরাফুজ্জাহান জাহান ও এ এফ এম খালেদ, সদস্য, বিএনপি ঢাকা মহানগর উত্তর।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- মোস্তফা জামান, সদস্য সচিব, বিএনপি-ঢাকা মহানগর উত্তর।

কর্মশালার সভাপতিত্ব করেন – সৈয়দ একরাম হোসেন বাবুল, আহবায়ক, কাফরুল থানা বিএনপি। সঞ্চালনায় ছিলেন- আকরামুল হক একরাম, সিনিয়র যুগ্ম আহবায়ক, কাফরুল থানা বিএনপি।

কর্মশালার প্রধান অতিথি আমিনুল হক তার বক্তব্যে  প্রথমেই নেতা-কর্মীদের নিজেদের প্রতি ভ্রাতৃত্ববোধ ও আন্তরিকতা বৃদ্ধি করতে বলেন। ধৈর্য্য ধারণ ও সহনশীল হতে বলেন। পদ-পদবী হলেই কেউ বড় হয়ে যায় না। সুশুঙ্খল হন, কারণ বিএনপি একটি সুশৃঙ্খল দল। এই সুশৃঙ্খল দল কোন বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিতে পারে না।

বিএনপির রাষ্ট্রকাঠামো

তিনি আরো বলেন-  আজ যারা সংস্কার এর কথা বলেন, তা বহু আগেই ১৩ জুলাই ২০২৩ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা উপস্থাপিত করে ছিলেন। গণতন্ত্র, বিচার ব্যাবস্থা, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর মেয়াদ পরপর দুই বার নির্ধারণ, সবার জন্য স্বাস্থ্য, ধর্মীয় স্বাধিনতা সহ নানাবিধ বিষয় তুলে ধরা হয়েছে এই ৩১ দফায়।

পরিবার থেকে জনগণের কাছে এই ৩১ দফার বিষয় গুলো এই কর্মীসভার মাধ্যমে সবাইকে জেনে বুঝে তা তুলে ধরার আহবান জানান।

বিশেষ অতিথি তারিকুল আলম তেনজিং তার বজ্রকন্ঠ বক্তব্যে বলেন-

বিএনপির রাষ্ট্রকাঠামো

বিএনপি একটি শান্তিপ্রিয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাফরুল থানায় একটি সুশৃঙ্খল দল হিসেবে  কাফরুলে আগামী দিনে একটি শক্তিশালী দল হবে। আমাদের দেশরত্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার কি বাংলাদেশে কোন বাড়ী আছে? নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাটুরিয়া আমার আপনার সকলের বাড়ি ওনার বাড়ি। অথচ কি দুর্ভাগা আওয়ামীলীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতা কর্মীদের রেখে পালিয়ে গিয়েছেন ২৮ লক্ষ কোটি টাকা নিয়ে। আজ আমরা আমাদের যা কিছু আছে তা নিয়ে জনগণের পাশে দাড়িয়েছি ।

শীতার্থ মানুষের পাশে ঢাকা মহানগর উত্তর এর প্রতিটা ওয়ার্ড  প্রতিটা থানা দাড়িয়েছিলো। এই পবিত্র রমজানে প্রতিটি ক্ষুধার্থ মানুষের মুখে ইফতার তুলে দিবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন- এই দেশে আওয়ামী প্রেতাত্মারা এখনও একটি ধর্মীয় রাজনৈতিক দোহাই দিয়ে অবস্থান করছে। শুধু তাই নয়, প্রশাসনের মধ্যেও তারা অবস্থান করছে। অন্তবর্তী সরকারকে শক্ত হাতে প্রতিহত করতে হবে, না হলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো। নিজের পরিবারকে সময় না দিয়ে আন্দোলন, সংগ্রামে ১৭টি বছর রাজপথে ছিলাম, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।

–নিউজ ডেস্ক