মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের আল ফালাহ ইসলামি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সবক প্রধান অনুষ্ঠান সম্পন্ন হয়। আজ (২০ ফেব্রুয়ারি) মঙ্গলবার আল ফালাহ ইসলামি একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সবক প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

6f3ce69c 580d 40dd 8d6a 9c42328b17da

এ সময় প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ ইমাম হোসেনের পরিচালনায় ও সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইসলামি একাডেমির প্রধান শিক্ষক ও পশ্চিম জোয়ার রাজা উকিল জামে মসজিদের সম্মানিত খতীব হাফেজ মাওলানা আব্দুল হালিম, বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সাইবিনি খীল আল একরাম ইসলামি একাডেমির সিনিয়র শিক্ষক ও করেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা আলী আকবর হোসেন, প্রতিষ্ঠান সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অভিভাবক গণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল ফালাহ ইসলামি একাডেমির পরিচালক হাফেজ মাওলানা ফয়সাল।

এইদিন সকাল ৮ টা থেকে যথারিতি ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় এতে বিভিন্ন ইভেন্টে প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে।

উল্লেখ্য , করেরহাট আল ফালাহ ইসলামি একাডেমির ২০২১ সালে যাত্রা শুরু করে এবং গতানুগতিক অন্য অন্য প্রতিষ্ঠান থেকে ভিন্ন আঙিকে পরিচালিত হয়ে সফলতার ৪র্থ বর্ষে পদার্পণ করেছে।