বীর দর্পে সততা আর গ্রাহকের উন্নত সার্ভিস ও সুরক্ষা দেয়ার লক্ষ্যে শুরু হওয়া এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স আজ শীর্ষের চুড়ায় পৌছে যাচ্ছে।

জীবন বীমা খাতের পঞ্চম প্রজন্মের সেরা প্রতিষ্ঠান হিসেবে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর পক্ষে ‘ব্যাংক বীমা অর্থনীতি বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড-২০২২’ গ্রহণ করেন জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

এনআরবি’র বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড

ছবিঃ এনআরবি

’ব্যাংক বীমা অর্থনীতি‘ পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে ২২ অক্টোবর-২০২৩ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-(আইডিইবি) ভবনের মাল্টিপারপাস হল, কাকরাইল, রমনা, ঢাকায় বেসরকারি বীমা কোম্পানিসমূহের ২০২০,২১ ও ২২ সালের বার্ষিক প্রতিবেদনের প্রদত্ত তথ্য বিচার-বিশ্লেষণ করে পাঁচ প্রজন্মের কোম্পানিকে (লাইফ ও নন-লাইফ) ’বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড-২০২২‘ প্রদান করে।

এনআরবি’র বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড

ছবিঃ এনআরবি

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।

এনআরবি’র বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড

ছবিঃ এনআরবি

সম্মাননা প্রদানের মানদন্ড হিসেবে Outstanding Business Performance (অসামান্য ব্যবসায়িক অগ্রগতি), Employeement (কর্মসংস্থান), Information Technology (IT) (তথ্য প্রযুক্তির ব্যবহার),Credit Rating, CPA (ঋণ মান ও দাবি পরিশোধে সক্ষমতা), CGC-2018 (প্রাতিষ্ঠানিক সুশাসন) ও Prompt Claim Settelment (দ্রুত দাবি নিষ্পত্তি) বিবেচনায় বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২২ এ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে ব্যাংক বীমা অর্থনীতি জুরিবোর্ড মনোনীত করে।

সূত্রঃ এনআরবি