এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর এসইভিপি শরীফ মো: শহিদুল ইসলাম এর উদ্যোগে ঢাকা বিভাগের বাছাইকৃত কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ উন্নয়ন সভা-২০২৩ অনুষ্ঠিত হয়।
আজ ১৬ সেপ্টেম্বর ২০২৩ সকাল থেকে শুরু হওয়া এই উন্নয়ন সভার সভাপতিত্ব করেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়ির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) শরীফ মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ উন্নয়ন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাহমুদুল হাসান (ইভিপি) । মিরপুর বিভাগীয় অফিসের প্রধান তাসলিমা আকতার (ইভিপি)।
আরও উপস্থিত ছিলেন তাসলিমা আক্তার হ্যাপি, ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং), মিরপুর, ঢাকা। মোহাম্মদ ফোরকান আহম্মেদ, ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং), ফরিদাবাদ, ঢাকা। মো. নজরুল ইসলাম, ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং), চিটাগাং রোড।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর আলোচনা ও পরিকল্পনা নিয়ে সবাই উন্মুক্ত আলোচনা করেন।
বিশেষ অতিথির তার বক্তব্যে বীমা পেশার সুবিধা, একজন বীমা কোম্পানীর স্মার্টনেস এর প্রতি বিশেষ আলোকপাত করেন। এবং সবাই মন দিয়ে কাজ করার এবং মিথ্যা বলা পরিহার করার আহবান জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে কর্মীদের নিষ্ঠা ও সততার দিকে বিশেষ লক্ষ্য রেখে কাজ করার আহবান জানান।
সারাদিন ব্যাপি এই বিশেষ উন্নয়ন সভায় সবার প্রিয় প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাহমুদুল হাসান বীমা কর্মীদের কাজের জন্য অপরিহার্য কয়েকটি বিষয় তুলে ধরেন এবং মন ও শরীর চাঙ্গা রেখে উজ্জীবিত করার কৌশল সেখান।
বিশেষ এই উন্নয়ন সভায় ঢাকার মিরপুর, উত্তরা এবং মাণিকগঞ্জ ও হেমায়েতপুর এর এসভিপি গণ সহ অন্যান্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
– নিউজ ডেস্ক
Aninda, Sub-Editor