প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ নেন। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পড়াবেন।
এই শপথের মধ্যে দিয়েই টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে গড়তে যাচ্ছেন ইতিহাস।
নতুন সরকার গঠনে ইতিমধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে।
এক নজরে দেখে নিন নতুন মন্ত্রিসভা-
মন্ত্রিসভার ঢাকা বিভাগের ১৫ সদস্য হলেন—
মন্ত্রিসভার চট্টগ্রাম বিভাগের ৯ সদস্য হলেন—
মন্ত্রিসভার বরিশাল বিভাগের ২ সদস্য হলেন—
মন্ত্রিসভার খুলনা বিভাগের ২ সদস্য হলেন—
মন্ত্রিসভার ময়মনসিংহ বিভাগের ২ সদস্য হলেন—
মন্ত্রিসভার রাজশাহী বিভাগের ২ সদস্য হলেন—
মন্ত্রিসভার রংপুর বিভাগের ২ সদস্য হলেন—
মন্ত্রিসভার সিলেটের বিভাগের ৩ সদস্য হলেন—
বিদায়ী সরকারে থাকা ১৫ মন্ত্রী এবং ১৩ প্রতিমন্ত্রী এবং দুই জন উপমন্ত্রীর নতুন মন্ত্রিসভায় স্থান হয়নি। নতুন মন্ত্রিসভা শপথ নিলেই ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত পুরনো সরকারের দায়িত্ব শেষ হবে। যারা মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা ছিলেন, মন্ত্রিসভার শপথের আগেই তাদের অব্যাহতি দেওয়া হবে।
Aninda, Sub-Editor