শনিবার (১১ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার ছিল ১১তম দিন। বাংলা একাডেমির জনসংযোগ ও অভিভাগের তথ্য অনুযায়ী মেলায় নতুন বই এসেছে ১৯১টি।
এর মধ্যে বইমেলায় গল্প ১১টি, উপন্যাস ৩২টি, প্রবন্ধ নয়টি, কবিতা ৫১টি, গবেষণা তিনটি, ছড়া ছয়টি, শিশু সাহিত্য নয়টি, জীবনী চারটি, রচনাবলী দুটি, মুক্তিযুদ্ধ দুটি, নাটক একটি, বিজ্ঞান পাঁচটি, ভ্রমণ দুটি, ইতিহাস ছয়টি, রাজনীতি দুইটি, স্বাস্থ্য চারটি, বঙ্গবন্ধু তিনটি, ধাঁধা দুইটি, ধর্মীয় একটি, সায়েন্স ফিকশন (বৈজ্ঞানিক কল্পকাহিনী) ছয়টি ও অন্যান্য ২০টি।
এর মধ্যে অক্ষরবৃত্ত ও স্বপ্নডিঙ্গা প্রকাশনী এনছে সাদিয়া আফরিন এর ২টি নতুন বই “ভাবনার ভায়োলিন” এবং “মন ও ডুবুরি”।
“এবং মানুষ প্রকাশনী” এনেছে নাসরিন রুনার “ভোরের আলোয় স্বপ্ন খুঁজি” ।
সন্দেশ প্রকাশনী এনেছে আব্দুল হান্নান ঠাকুরের ‘সারা জীবন’, অনুপম প্রকাশনী এনেছে স্বপন কুমার গায়েনের ‘শান্তির সৈনিক আইনস্টাইন’, আগামী প্রকাশনী এনেছে ড. মো. জহুরুল ইসলামের ‘বঙ্গবন্ধুর আন্তর্জাতিক জোট রাজনীতি’, কাব্যকথা এনেছে কবির সুমনের ‘বিন্দু’, আগামী প্রকাশনী এনেছে শামীমা সুলতানার ‘শেখ রেহেনা: এক দীপ্ত শিখা’, ড. ডি এম ফিরোজ শাহর ‘বঙ্গবন্ধু নদী নৌকা নারী’, কথাপ্রকাশ এনেছে মোস্তাক আহমেদ এর ‘নয়ন স্যার’ পাঠক সমাবেশ এনেছে শেখ হাফিজুর রহমান কার্জনের ‘নন্দিত শৈশব ও বাংলাদেশ কিশোর অপরাধ ও গ্যাং কালচার’, ভাষাচিত্র এনেছে গাজী মাজহারুল আনোয়ারের ‘অল্প কথার গল্প গান’ উল্লেখযোগ্য।
সূত্রঃ ভোরের কাগজ
Aninda, Sub-Editor