একাধিক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় উপসচিব মেহেদী হাসানকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ এই শাস্তি দেওয়া হলো। প্রশাসনের ২১ ব্যাচের এ কর্মকর্তা চাকরিসংক্রান্ত কোনো সুযোগ–সুবিধা পাবেন না।

এর আগে তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছিল। এ-সংক্রান্ত অভিযোগ সূত্রে জানা গেছে, সৌদি আরবের রিয়াদে অবস্থানকালে মেহেদী হাসানের বিরুদ্ধে দূতাবাসের সেফহোমে আশ্রিত কয়েকজন গৃহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ সংশ্লিষ্ট দূতাবাসের তদন্তে প্রমাণিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তদন্তে মেহেদী হাসানের বিরুদ্ধে সেফহোমে আশ্রিত কতিপয় গৃহকর্মীকে অপ্রয়োজনীয় একান্ত সাক্ষাৎকারের নামে অশ্লীল প্রশ্ন ও আচরণসহ বিভিন্নভাবে হেনস্থা করা এবং যৌন নির্যাতন (ধর্ষণ) করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ