উত্তর কাফরুল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় উত্তর কাফরুল বিএনপি পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ ২৭ মার্চ ২০২৫ উত্তর কাফরুল বিএনপি পরিবার এর পক্ষ থেকে মহল্লার ছোট বড় সবাই মিলে এই ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – তারিকুল আলম তেনজিং, সদস্য (দপ্তরে সংযুক্ত), জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। সৈয়দ একরাম হোসেন বাবুল, আহবায়ক, কাফরুল থানা বিএনপি।
আরো উপস্থিত ছিলেন- এ এফ এম খালেদ, সদস্য, বিএনপি ঢাকা মহানগর উত্তর। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মোঃ হারেছ। কাফরুল থানা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুর রহমান মন্টু। কাফরুল থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম। কাফরুল থানা বিএনপির দপ্তর সম্পাদক ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমী।
আয়োজনে ছিলেন- মশিউর রহমান সুমন, সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক, ১৬ নং ওয়ার্ড, ঢাকা মহানগর উত্তর। সুমন আল শহীদ,সাবেক যুবদল। আশরাফুল রহমান জুয়েল, সাবেক দপ্তর সম্পাদক, ১৬ নং ওয়ার্ড। ইলিয়াস রহমান তপন, শাহাদাৎ, সুজন ও সাগর সহ উত্তর কাফরুল বিএনপি পরিবারের সদস্য বৃন্দ।
বিশেষ অতিথি তারিকুল আলম তেনজিং তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন–
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটাই উদ্দেশ্য সেটি হলো প্রতিটি পাড়া মহল্লার মানুষের সাথে ভ্রাতৃত্ব বন্ধন আরো জোড়ালো করতে হবে। নেতা হিসেবে নয় ভাই হিসেবে সম্পর্ক গড়তে হবে। আমরা আপনাদের মাঝে নেতা হয়ে নয়, ভাই হয়ে এসেছি। আমরা এই ভাইয়ের সম্পর্কের মাঝে থাকতে চাই। যদি এটা সম্ভব হয় তাহলে আগামীতে শুধু সরকার গঠন করা নয় আগামী ৫০ বছর সরকারে থেকে পরবর্তী প্রজম্মের জন্য বাংলাদেশকে উচ্চশিখরে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি সৈয়দ একরাম হোসেন বাবুল বলেন-
“আমি আহবায়ক হোলেও এই মহল্লার সন্তান, আপনাদের পরিবারের একজন । আমরা সবাই ঐক্যবদ্ধ বিধায় বিগত সরকার উত্তর কাফরুল,দক্ষিণ কাফরুলের বিএনপির কাউকে নির্যাতন করতে পারেনি। কারণ তারা জানতো আমরা একটি পরিবার। তবে হ্যা প্রশাসন দিয়ে রাতের অন্ধকারে ধরে নিয়ে গেছে মিথ্যা মামলা দিয়ে। তারেক রহমান দেশে ফিরে আসবেন এই প্রত্যাশা আমাদের সবার। সবাইকে আজকের এই ছোট্ট আয়োজনে আসার জন্য, পরিবারের সদস্যের ডাকে আসার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”
বক্তব্যের শেষে দোয়ার মাধ্যমে ইফতার গ্রহণ করা হয়।
— নিউজ ডেস্ক