উত্তরা অফিসার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ডেঙ্গু প্রতিরোধে করণীয়” শীর্ষক সেমিনার।
১৮ আগষ্ট ২০২৩ রোজ শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে এই সচেতনামূলক সেমিনারটি শুরু হয়। “ডেঙ্গু প্রতিরোধে করণীয়” শীর্ষক সেমিনারটির সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক অধ্যাপক ডা. আল মাহমুদ।
সেমিনারটির মূল বক্তা ও আলোচক হিসেবে ছিলেন ডা. আবু নাইম মোঃ সোহেল, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, সিডিসি, ডিজিএইচএস।সেমিনারটি পরিচালনা করেন অধ্যাপক ডা. জালাল আহমেদ।
ডেঙ্গু সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ এই সেমিনারে উপস্থিত ছিলেন- উত্তরা অফিসার্স ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ড. নমিতা হালদার, সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শাহনেওয়াজ দিলরুবা, সহ-সভাপতি ডা. মঈন উদ্দীন আহমদ এবং সহ-সভাপতি জি. ফকরুদ্দিন আহমেদ চৌধুরী।
সেমিনার শুরুর পূর্বে উত্তরা অফিসার্স ক্লাবের সম্মানীত সদস্য মন্ত্রী পরিষদ সচিব (অবঃ) আলী ইমাম মজুমদার অসুস্থজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন, তাই তার সুস্থতার জন্য দোয়া করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি? এ বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে রেজওয়ান নবীন (Social and Behaviour change consultancy -Unicef ) ডেঙ্গু মশার প্রজনন, ডেঙ্গুর রোগ বিস্তার, ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয়, ডেঙ্গুতে আক্রান্ত হলে কি করতে হবে ইত্যাদি বিভিন্ন বিষয় খুব সুন্দরভাবে আলোকপাত করেন।
তিনি জানান ডেঙ্গুতে আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হবে।উপস্থিত সুধীজনদের ডেঙ্গু বিষয়ক নানা প্রশ্নের তথ্য উপাত্ত সহ উত্তর ও পরামর্শ দেয়া হয়। — নিজস্ব সংবাদ দাতা
Aninda, Sub-Editor