উত্তরা অফিসার্স ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজধানীর উত্তরায় অবস্থিত উত্তরা অফিসার্স ক্লাবের কার্যালয়ে ১৫ আগস্ট বিকেল ৪টা থেকে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল শুরু হয়।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক অধ্যাপক ডা. আল মাহমুদ। সভার সভাপতিত্ব করেন উত্তরা অফিসার্স ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ড. নমিতা হালদার

উত্তরা অফিসার্স ক্লাব

আলোচনা সভার শুরুতেই উপস্থিত সম্মানীত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উত্তরা অফিসার্স ক্লাব

যে সকল সম্মানীত বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ সিরাজুল ইসলাম, সুলতান আহমেদ তালুকদার, মোঃ ফরিদুল আলম, মোঃ আমিরুল ইসলাম ও মোঃ মোজাম্মেল হক।

উত্তরা অফিসার্স ক্লাব

শাহনেওয়াজ দিলরুবা,উত্তরা অফিসার্স ক্লাব।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শাহনেওয়াজ দিলরুবা। তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধু ও তার পরিবারের নানা শিক্ষণীয় ঘটনা তুলে ধরেন এবং যেটি আমাদের সবার জন্য অনুসরণীয়।

তিনি বলেন বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য বাঙ্গালী জাতি সত্ত্বার উন্মেষ ঘটানোর জন্য সারাজীবন সংগ্রাম করেছেন এবং তার জীবনের এক তৃত্বীয়াংশ জেলে কাটিয়েছেন। মানুষের জন্য নিবেদীত এমন একজন নেতার জন্য আমরা গর্বিত। তিনি আরো বলেন মানুষের কল্যাণে ও সেবায় উত্তরা অফিসার্স ক্লাব সবসময় কাজ করে যাবে।

উত্তরা অফিসার্স ক্লাব

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক অধ্যাপক ডা. আল মাহমুদ

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক অধ্যাপক ডা. আল মাহমুদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গবন্ধুকে নিয়ে তার নানা স্মৃতি তুলে ধরেন।

উত্তরা অফিসার্স ক্লাব

উত্তরা অফিসার্স ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ড. নমিতা হালদার

সভার সভাপতি ও উত্তরা অফিসার্স ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ড. নমিতা হালদার সমাপনী বক্তব্যে বলেন-

আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর জীবনের চাইতে কর্ম ছিলো অনেক বড়, এবং সেই কর্মের দ্বাড়াই তিনি এতো বেশী স্মৃতি দিয়ে গেছেন যা আজকে আমরা স্মৃতিচারণ হিসেবে সবজায়গায় উপস্থাপন করছি।

উত্তরা অফিসার্স ক্লাব

উত্তরা অফিসার্স ক্লাব

এছাড়াও আলোচনা সভায় আরো যারা বক্তব্য রাখেন- আনসার ভিডিপির অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক জনাব মাহবুবুল ইসলাম, উত্তরা অফিসার্স ক্লাবের নির্বাহী সদস্য ড. মোঃ আবুল হোসেন, উত্তরা অফিসার্স ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, প্রাক্তন সচিব নজরুল ইসলাম।

উত্তরা অফিসার্স ক্লাব

আলোচনার সভার শেষে কবিতা আবৃত্তি করেন -উত্তরা অফিসার্স ক্লাবের সহ-সভাপতি ডা. মঈন উদ্দীন আহমদ,  অনন্যা সহ আরো অনেকে।

উত্তরা অফিসার্স ক্লাব

উত্তরা অফিসার্স ক্লাব

উত্তরা অফিসার্স ক্লাবের মহিলা কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ কারী বিজয়ী ও সকল শিশুদের পুরস্কৃত করা হয়।

উত্তরা অফিসার্স ক্লাব উত্তরা অফিসার্স ক্লাব

উত্তরা অফিসার্স ক্লাব

উত্তরা অফিসার্স ক্লাবের সভার শেষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শহীদ সকলের জন্য মোনাজাত করে দোয়া পাঠ করা হয়।

এছাড়াও উত্তরা অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্য, অতিথি ও সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।