উত্তরা অফিসার্স ক্লাব,ঢাকা সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় “স্তন ক্যান্সার সচেতনতা দিবস-২০২৩” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হলো।

২৮ অক্টোবর, শনিবার বিকালে ৩টায় উত্তরা অফিসার্স ক্লাব,ঢাকা’র উদ্যোগে নিজস্ব কার্যালয়ে “স্তন ক্যান্সার সচেতনতা দিবস-২০২৩” উপলক্ষে স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

উত্তরা অফিসার্স ক্লাব

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহনওয়াজ দিলরুবা খান, শুভেচ্ছা বক্তব্য পেশ ক্লাবের স্বাস্থ্যসেবা উপকমিটির সদস্য সচিব ও চেয়ারম্যান, ন্যাশনাল নার্সিং কলেজ (টঙ্গী) এর অধ্যাপক ডা.জালাল আহমেদ।উত্তরা অফিসার্স ক্লাব

 

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ক্যান্সার ও এপিডেমিওলজি বিভাগ) প্রফেসর ডা. মোঃ হাবিবুল্লাহ তালুকদার।

উত্তরা অফিসার্স ক্লাব

তিনি ক্যান্সার বিষয়ে উপস্থিত সদস্যবৃন্দের মাঝে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং সদস্যগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

উত্তরা অফিসার্স ক্লাব

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের স্বাস্থ্যসেবা উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ বীরপ্রতীক।

উত্তরা অফিসার্স ক্লাব

 

 

অনুষ্ঠানে ক্লাবের সহসভাপতি ডা.মঈন উদদীন আহমদ,যুণ্ম সম্পাদক মোঃ মহসীন, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, নির্বাহী সদস্য এসএম কামাল উদদীন হায়দার, ড. মোঃ আবুল হোসেন. ডা. মোঃ জাকির হুসাইন মন্টু এনডিসি, ডা. মোঃ আমীর হোসাইন রাহাতসহ ক্লাবের সম্মানিত সদস্যগণ স্বপরিবারে অংশগ্রহণ করেন ।

— নিজস্ব সংবাদদাতা