উত্তরা অফিসার্স ক্লাব ঢাকা’র প্রবীণ কল্যাণ উপকমিটির উদ্যোগে নিজস্ব কার্যালয়ে ফিজিওথেরাপী সেবা কার্যক্রম এর উদ্বোধন করা হয়।

আজ ৩০ সেপ্টেম্বর ২০২৩ইং রোজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর উত্তরায় অবস্থিত উত্তরা অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে ফিজিওথেরাপী সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।

উত্তরা অফিসার্স ক্লাব

ফিজিওথেরাপী সেবা কার্যক্রম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব এবং উত্তরা অফিসার্স ক্লাবের প্রবীণ কল্যাণ উপকমিটির আহবায়ক জনাব মোঃ জাহাঙ্গীর আলম।

উত্তরা অফিসার্স ক্লাব

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ রুহুল আমিন,ব্যাবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব),জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন, সমাজ কল্যাণ মন্ত্রনালয়।

ফিজিওথেরাপী সেবা কার্যক্রম উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উত্তরা অফিসার্স ক্লাবের প্রবীণ কল্যাণ উপকমিটির সদস্য এম.এ লুৎফুল মতিন।

উত্তরা অফিসার্স ক্লাব

আরও উপস্থিত ছিলেন উত্তরা অফিসার্স ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ড. নমিতা হালদার, সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শাহনেওয়াজ দিলরুবা খান,সহ-সভাপতি ডা. মঈন উদ্দীন আহমদ সহ আরো অনেকেই।

উত্তরা অফিসার্স ক্লাব

জ্যেষ্ঠ সহ-সভাপতি ড. নমিতা হালদার

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই উত্তরা অফিসার্স ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ড. নমিতা হালদার উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে তার বক্তব্যে উত্তরা ক্লাবের প্রবীণ সদস্যদের জন্য এই ফিজিওথেরাপী সেবা কার্যক্রম উদ্বোধন করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোবাইল ভ্যানের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হলেও খুব শীঘ্রই ফিজিও থেরাপী সেন্টার উদ্বোধন করা হবে। প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্বের কথা মাথায় রেখেই এই সেবা কার্যক্রম এর যাত্রা শুরু হলো।

উত্তরা অফিসার্স ক্লাব

জনাব মোঃ রুহুল আমিন

অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোঃ রুহুল আমিন বলেন- “প্রবীণদের প্রতি দায়িত্ব থেকে এই ফিজিওথেরাপী সেন্টার নির্মাণ শেষ হওয়ার আগ পর্যন্ত আজ থেকে ইক্যুইপ্ড মোবাইল ভ্যানের মাধ্যমে ফিজিওথেরাপী সেবা কার্যক্রম শুরু হওয়ায় সত্যি আমি আনন্দিত। প্রবীণদের অনেক ছোট ছোট শারীরিক ব্যাথা যদি এই কার্যক্রমের মাধ্যমে দূর করা যায় তাহলেই আমাদের সার্থকতা।”

ফিজিওথেরাপী সেবা কার্যক্রম উদ্বোধনে প্রধান অতিথি জনাব মোঃ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে  সকলের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের মাধ্যমে বলেন-

উত্তরা অফিসার্স ক্লাব

প্রধান অতিথি জনাব মোঃ জাহাঙ্গীর আলম

“উত্তরা অফিসার্স ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ড. নমিতা হালদার এর আহবানে প্রবীণ কল্যাণ উপকমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এই ফিজিওথেরাপী সেবা নিয়ে আলোচনায় এক বাক্যে রাজি হয়ে যাই কারণ আমার হাতে এই সেবার সুযোগ আছে। আগামীকাল বিশ্ব প্রবীন দিবস উপলক্ষ্যে মোবাইল ভ্যানের মাধ্যমে এই সেবার কার্য ক্রম শুরু হলো। প্রবীণদের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে, সেটি উত্তরা অফিসার্স ক্লাবের সদস্য হিসেবে আমি সর্বাত্বক সহযোগীতা করবো। আপাতত উদ্বোধনের পর সপ্তাহে একদিন ৭-৮ ঘন্টার জন্য এই ভ্যানের মাধ্যমে ফিজিওথেরাপী সেবা দেওয়া হবে। ভবিষ্যতে স্থায়ী সেন্টার শুরু হলে এই সেবা কার্যক্রম আরো বর্ধিত করা হবে।”

উত্তরা অফিসার্স ক্লাব

সহ-সভাপতি ডা. মঈন উদ্দীন আহমদ

উত্তরা অফিসার্স ক্লাবের সহ-সভাপতি ডা. মঈন উদ্দীন আহমদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন খেলাধুলা জনিত ব্যাথা কিংবা বার্ধক্য জনিত ব্যাথা প্রবীণ বা নবীনদেরও এই ফিজিওথেরাপী সেবা অনেক উপকারে আসবে।

উত্তরা অফিসার্স ক্লাব

আলোচনার পরপরই ভ্যানে উঠে একজন প্রবীণ সদস্যের সেবার মাধ্যমে এই ফিজিওথেরাপী সেবা কার্যক্রম এর উদ্বোধন করা হয়। এবং প্রবীণ রোগীদের সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেয়া হয়।

উত্তরা অফিসার্স ক্লাব

ফিজিওথেরাপী সেবা কার্যক্রম উদ্বোধনের পর উত্তরা অফিসার্স ক্লাবের মহিলা উপ কমিটির উদ্যোগে ঝটপট রান্না প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করা হয়।

উত্তরা অফিসার্স ক্লাব

সেখানে সবার সামনে দুটি রান্নার প্রক্রিয়া ও ঝটপট কিভাবে সুন্দর রান্না করা যায় সেটি উপস্থাপন করা হয়।

প্রতিবেদক- অনিন্দ্য মহসীন