জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 8৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উত্তরা অফিসার্স ক্লাব অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবার আয়োজন করে।
২৫ আগষ্ট ২০২৩ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত উত্তরা অফিসার্স ক্লাবের স্থায়ী কার্যালয়ে অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও অপারেশন এবং ডায়াবেটিস, হেপাটাইটিস বি ও ডেঙ্গু রোগ পরীক্ষা করা হয়।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এই চিকিৎসা সেবা কার্যক্রমের পাশাপাশি উত্তরা অফিসার্স ক্লাবের প্রবীণ সদস্যগণের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ফিজিওথেরাপি সেন্টারের অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব ও উত্তরা অফিসার্স ক্লাবের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শাহনেওয়াজ দিলরুবা খান, উপকমিটির আহবায়ক প্রফেসর ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, সহ-সভাপতি ডা. মঈন উদ্দীন আহমদ, সহ-সভাপতি জি. ফকরুদ্দিন আহমেদ চৌধুরী সহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অনেক অসহায় ও দরিদ্র রোগীরা এই আয়োজনে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।
ইনার হুইল ক্লাব অব গ্রীন ভেলীর সহযোগীতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজনে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব গ্রীন ভেলীর সভাপতি শাহিন আহমেদ ডেইজী, প্রফেসর ড.এ.এন.নাসিম উদ্দিন আহমেদ সহ আরো অনেকে।
ফ্রি স্বাস্থ্য সেবা অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্য প্রদান করেন। অসহায় দরিদ্র মানুষের সহায়তায় উত্তরা অফিসার্স ক্লাব সবসময় কাজ করে যাবে এই আশাবাদ ব্যাক্ত করেন।
Aninda, Sub-Editor