ঈদ উদযাপন করতে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। এতে কয়েকদিনের জন্য ফাঁকা হয়ে যাচ্ছে ঢাকা। এ অবস্থায় নগরবাসীকে আগে থেকেই সর্তক হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।
ডিএমপি’র পক্ষ থেকে জানানো হয়, ঢাকা ফাঁকা থাকার ফলে বিভিন্ন চক্র চুরি-ছিনতাই থেকে শুরু করে নানাভাবে মানুষকে হয়রানি করতে পারে। এছাড়া নিজেদের সামান্য অসাবধানতা বড় বিপদ ডেকে আনতে পারে। সেজন্য আগেভাগেই সতর্ক হতে হবে।
ঢাকা ছাড়ার আগে নগরবাসীকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার (৬ এপ্রিল) ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।