আবার আসতে চলেছে সকলের প্রিয় ‘ছোট ছবির বড় উৎসব’।৫ম বারের মতো এই উৎসব এর অফিসিয়াল পোষ্টার উন্মোচন করলো আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেষ্টিভ্যাল (IKSFF)।
ইভেন্টাইজার আয়োজিত আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF) এবার ২০২৫ এর ২১ – ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে।
আগের বছরের ন্যায় এই বছরেও ৩ দিন থাকছে অনলাইন ফেস্টিভ্যাল আর ৩ দিন থাকছে ফিজিক্যাল ফেস্টিভ্যাল অর্থাৎ ২১, ২২, ২৩ এই তিন দিন আপনারা Efilmzone এর মাধ্যমে অনলাইনে দেখতে পারেন আবার ২৪, ২৫, ২৬ ফিজিক্যাল ফেস্টিভ্যালে মুভি স্ক্রিনিং করা হবে এবং সেখানে আপনারা উপস্থিত থেকে ফেস্টিভ্যালটিকে আরো সাফল্যমণ্ডিত করতে পারেন।এই ২১, ২২, ২৩ আপনারা অনলাইন সিনেমা দেখা ছাড়াও যোগ দিতে পারেন সেমিনারে। যা আয়োজিত হবে অনলাইন স্ক্রিনিং এর দিনগুলোতেই। এই বিষয়ক আরো আপডেট শীঘ্রই প্রকাশিত হবে।
এছাড়াও এই বছর থাকছে ফিল্মমেকিং এর উপর বিভিন্ন মাস্টারক্লাস আর ওয়ার্কশপ যার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে , খুব শীঘ্রই এই বিষয়টি সম্পর্কে ঘোষণা করা হবে। যা ভবিষ্যত ফিল্মমেকারদের আরো উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।
এই বছরের ক্যাটাগরি অনুযায়ী থাকছে- শর্ট ফিল্ম ( Short Film), লং শর্ট ফিল্ম ( Long Short Film), মিউজিক ভিডিও( Music Video), শর্ট ডকুমেন্টরি( Short Documentary), অ্যাডভার্টিসমেন্ট/ কমার্শিয়াল( Advertisement/ Commercials), পিএসএ ( Public Service Announcement)
ফেস্টিভ্যাল চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, সাবমিশন যথারীতি পুরোদমে শুরু হয়ে গেছে। আর্লি বার্ড সাবমিশন চলাকালীন ১৬ টি দেশ থেকে প্রায় ৭০টির কাছাকাছি সিনেমা জমা পরে গেছে। তিনি আরো জানিয়েছেন , পঞ্চম বছর উপলক্ষ্যে এই বছরের নতুন সংযোজন লং শর্ট ফিল্ম ( Long Short Film). অর্থাৎ যেই পরিচালকেরা আগেরবার ৩০ মিনিট থেকে ৪০ মিনিট সময়ের সিনেমাগুলি জমা দিতে পারেন নি তাদের আর এই বছর কোন বাধা রইলো না।
ফেস্টিভ্যাল ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তী জানিয়েছেন, এতো কম সময়ে এত সিনেমা জমা পড়েছে দেখে আমরা খুবই আশাবাদী যে এই বছর আমাদের কাছে আরো ভালো ভালো কিছু সিনেমা আসবে। ইতিমধ্যেই সঞ্জয় মিশ্র, রত্না শা প্রমুখ বিভিন্ন শিল্পীদের সিনেমা জমা পড়েছে। আমরা আশা রাখছি বিগত বছরের ন্যায় এইবছর আমাদের উৎসব আরো জমজমাট হবে। এর সাথেই আমরা সেমিনার, মাস্টারক্লাস ও ওয়ার্কশপের আয়োজন করছি যা নতুন প্রজন্মের ফিল্মমেকারদের আরো উৎসাহিত করবে। এই বিষয়ে শীঘ্রই আমাদের ফেসবুক পেজে ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেষ্টিভ্যাল (IKSFF) প্রতিবছর নানা দেশের শর্ট ফিল্ম নির্মাতাদের নির্মীত শর্ট ফিল্ম নিয়ে প্রদর্শনী ও প্রতিযোগীতার আয়োজন করে আসছে।
প্রতিবারের ন্যায় এবারও বৈচিত্রময় আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে এই চলচ্চিত্র উৎসব।
প্রতিযোগীতার ভেন্যু:
অনলাইন- efilm zone ২১-২৬ জানুয়ারী ২০২৫
অফলাইন: রোটারি সদন, ৯৪/২ চৌরঙ্গী রোড, কলকাতা-২০, ওয়েষ্ট বেঙ্গল, ভারত। (২৪-২৬ জানুয়ারী২০২৫)
আরো আপডেট পেতে ফলো করুন ফেসবুক পেজ এবং চোখ রাখুন ওয়েবসাইট www.iksff.co.in – এ।যোগাযোগ করার জন্য ফোন করতে পারেন 9748762007 / 9883193508 এই নাম্বারে অথবা ওয়েবসাইটের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন।
–নিউজ ডেস্ক