বিপুল ভোটে আবারো ময়মনসিংহ ৩নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে বিজয়ী হয়েছেন মো শরীফুল ইসলাম শরীফ।

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নির্বাচনে কাউন্সিলর পদে পুরোনোদের জয় হয়েছে বেশি। এতে ৩৩টি ওয়ার্ডে পুরোনোদের মধ্যে জয় পেয়েছেন ২৫ জন এবং প্রথমবার বিজয়ী হয়েছেন মাত্র আটজন।

৩নং ওয়ার্ড কাউন্সিলর মো: শরীফুল ইসলাম শরীফ একজন জনপ্রিয় ব্যাক্তিত্ব ও রাজনীতিবিদ। ৩নং ওয়ার্ডের সকল জন সাধারণ এর প্রিয় মুখ তিনি। সদা হাস্যজল শরীফুল ইসলাম শরীফ এর বিজয়ের ঘোষণায় সাধারণ মানুষ উল্লাস করেন। তিনি এর আগেও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। জনগণের ভালোবাসায় সিক্ত মো: শরীফুল ইসলাম শরীফ।

শনিবার (৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাত ১১টায় ময়মনসিংহ নগরের তারেক স্মৃতি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা আয়োজিত ফলাফল ঘোষণা মঞ্চে রিটার্নিং অফিসার বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরের ৩৩টি ওয়ার্ডে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এখানে আবার মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু।

–নিউজ ডেস্ক