রাজধানীতে ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় রক্ষা পেলো ১৪ বছরের এক কিশোরীর প্রাণ। আজ বুধবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের ৭ম তলার কার্নিশ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন আইরিন নামে ওই কিশোরী। পরে ফায়ার ফাইটাররা তাকে সেখান থেকে উদ্ধার করে।

জানা গেছে, আইরিনের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্ব ধলা থানার বিল কাউশী গ্রামে। তিনি উক্ত ভবনের ৫ম তলার পারভিন আক্তারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, আজ সকালে তথ্য পাই, বসুন্ধরা আবাসিক এলাকার একটি বহুতল ভবনের সাততলার ফ্ল্যাটের কার্নিশে এক গৃহকর্মী আত্মহত্যার জন্য অবস্থান নিয়েছে।

সঙ্গে সঙ্গে বারিধার ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় আধ-ঘণ্টার চেষ্টায় তারা গৃহকর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার শেষে তাকে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্রঃ ইত্তেফাক