বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার অভ্র কিবোর্ডের চারজন আবিষ্কারককেই একুশে পদক দেয়া হচ্ছে। চিকিৎসক মেহেদী হাসান খানের সঙ্গে যৌথভাবে এই পদক পাচ্ছেন তার বন্ধু রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা।
রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডির এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
পোস্টে তিনি বলেন, আমরা জানতাম মেহদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাকে প্রস্তাব করা হয়েছিলো। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সম্মানিত করবো।
মোস্তফা সরয়ার ফারুকী আরও লেখেন, কালকে (শনিবার) তার সাথে যখন কথা হয়, তিনি তখন অসম্মতই ছিলেন। ফাইনালি তিনি পুরস্কার নিতে সম্মত হন। কিন্তু তিনি একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরও তিন বন্ধু- রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা- যারাও অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি। আমরা আনন্দের সাথে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্র’র জন্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মেহেদী হাসানসহ তারা চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে পুরস্কার গ্রহণ করতে আসছেন বলে উল্লেখ করেন উপদেষ্টা।
সূত্রঃ মানবজমিন